মুম্বই বিমানবন্দরে ১৬.৮০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, বিদেশি নাগরিক গ্রেফতার

মুম্বই, ১৭ এপ্রিল(হি.স.) : মুম্বই বিমানবন্দরে ১৬.৮০ কোটি টাকার ২.৪ কেজি হেরোইন সহ উগান্ডার এন্টেবে থেকে আসা একজন বিদেশী নাগরিককে গ্রেফতার করল শুল্ক বিভাগ। শুল্ক দফতরের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার একজন শুল্ক আধিকারিক জানিয়েছেন,উগান্ডা থেকে একজন বিদেশী নাগরিকের মুম্বই আসার বিষয়ে আগাম খবর ছিল। এর ভিত্তিতে শনিবার বিমানবন্দরে নজরদারি করছিল মুম্বই কাস্টমসের দল। সন্দেহভাজন বিদেশী নাগরিক মুম্বই বিমানবন্দরে নামার সাথে সাথে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার ব্যাগে গোপনে লুকিয়ে রাখা ২.৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে এই হেরোইনের দাম ধরা হয়েছে ১৬ কোটি ৮০ কোটি টাকা।