পঞ্জাবে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী-হামলা, গুলি চালিয়ে পলাতক অভিযুক্তরা

অমৃতসর, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবে বিজেপি নেতা বলবিন্দর গিলের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি পঞ্জাবের জান্দিওয়ালা গুরু এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। পঞ্জাব বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক বলবিন্দরকে উদ্দেশ করে গুলি চালিয়ে আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ নিজের বাড়িতে সময় কাটাচ্ছিলেন বলবিন্দর। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলতে যান তিনি।

দরজা খোলার পর সামনে কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন বলবিন্দর। বলবিন্দরকে সামনে দেখে নেতাকে উদ্দেশ করে গুলি চালিয়ে পালিয়ে যান দুই দুষ্কৃতী। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। গুরুতর আহত অবস্থায় বলবিন্দরকে উদ্ধার করা হয়। বলবিন্দরের চোয়ালের নীচে গুলি লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী কে ডি হাসপাতালে ভর্তি করানো হয় বলবিন্দরকে। অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন বলবিন্দর। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে। কে ডি হাসপাতালে চিকিৎসক ডাঃ রণধীর জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় রবিবার রাত ১০টা নাগাদ বলবিন্দরকে হাসপাতালে ভর্তি করা হয়। বুলেটটি তাঁর চিবুকে লেগেছিল, নিচের হাড়ও ভেঙে গিয়েছে। তিনি বিপদমুক্ত।