বিলোনীয়ায় দুটি বাড়িত দুঃসাহসিক চুরি, পাঁচটি গরু ও বিস্তর রাবার শিট চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ পয়লা বৈশাখের রাতেই মনুরমুখ রেলব্রিজ এলাকায় বড়সড়ো চুরিকান্ড৷ বাংলা বছরের শুরুতে অর্থাৎ বছরের প্রথম দিন পহেলা বৈশাখ গভীর রাতে বড়সড়ো চুরির ঘটনা সংঘটিত হলো বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ চোরের দল এলাকার বাদল দাস এবং সুজিত বিশ্বাস এই দুটি বাড়ি থেকে পাঁচটি গরু এবং প্রায় ৬০০ কেজির মতো রাবার সিট চুরি করে নিয়ে যায়৷ যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকারও বেশি হবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এবং এলাকাবাসী৷ তদন্তে রয়েছে বিলোনিয়া থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ এই চুরির ঘটনা সংঘটিত হয়৷ গরু ঘরের দরজার তালা কেটে গরু নিয়ে যায় সেই সাথে গরু ঘরে রাখা রাবার সিট এবং পার্শবর্তী আরেকটি ঘরের তালা ভেঙ্গে রাবার সিট নিয়ে যায় চোরের দল জানায় বাদল দাসের পরিবার৷ সেই সাথে সুজিত বিশ্বাস জানায় তার গরু ঘরে সামনে দড়ি বাধা দুটো গরু নিয়ে যায় চোর৷ এতগুলি গরু এবং রাবার সিট হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাদল দাসের স্ত্রী৷ পরিবারের উপার্জনের অবলম্বন ছিল এই গরু৷ গরুগুলি ছিল উন্নত জাতের৷ পুলিশ প্রশাসনের উপর আস্থা, প্রশাসন গরু এবং রাবার সিটগুলি পেতে সহযোগিতা করবে পুলিশ৷ এদিকে এই চুরির ঘটনা নিয়ে মনুরমুখ এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কে সৃষ্টি হয়েছে৷