বিহারের মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত ৬; অসুস্থ ১০ জন, গ্রেফতার ৭ অভিযুক্ত


মোতিহারি, ১৫ এপ্রিল (হি.স.): বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার বিহারের মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মোতিহারি জেলার লক্ষ্মীপুর গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

চম্পারণ রেঞ্জের ডিআইজি জয়ন্ত কান্ত শনিবার বলেছেন, মোতিহারি জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বেসরকারি সূত্রের খবর, বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা ৮ ও ২৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *