ভাইপো নয়, মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই, দাবি অমিত শাহ–র

সিউড়ি, ১৪ এপ্রিল(হি.স.) : রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বীরভূমে সিউড়ি-র বেণীমাধব হাইস্কুল ময়দানের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করে শাহ বলেন, বাংলায় আপনার ভাইপো নয়, পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হবে। দিদি-ভাইপোর রাজনীতির জুটিকে হারানোর একটাই রাস্তা হল বিজেপি। আগামী লোকসভা ভোটে ৩৫-এর বেশি আসন বিজেপিকে দিন। বিজেপি ৩৫টি আসন পেলে ২৫-এর আগেই মমতার সরকার পড়ে যাবে।

পঞ্চায়েত ভোট নিয়ে শাহের মুখে একটি কথাও শোনা যায়নি। লোকসভা ভোটের প্রচারেই যে তিনি এসেছেন তা আজকে স্পষ্ট করে জানিয়ে দিলেন শাহ। এদিন কেন্দ্রীয় প্রকল্পের কথা উল্লেখে করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কেন পাচ্ছেন না?কেন্দ্রীয় প্রকল্পে মমতা তাঁর ছবি লাগাতেই ব্যস্ত। দিদি বাংলার উন্নয়ন চান না। শুধু ভাইপোকে মুখ্যমন্ত্রী করাই তাঁর প্রধান লক্ষ্য। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার দাওয়াই শুধু বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।