শান্তিরবাজার, ১৩ এপ্রিল (হি. স.) : উদ্বোধনের দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু, এখনো পণ্য পারাপার কিংবা যাত্রী চলাচল সাব্রুমে নির্মিত মৈত্রী সেতু দিয়ে শুরু হয়নি। তাই, আজ ফের ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল মৈত্রী সেতু পরিদর্শনে এসেছিলেন। এ-বিষয়ে ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রার দাবি, মাস দুয়েকের মধ্যে মৈত্রী সেতু দিয়ে যাত্রী চলাচল শুরু করা সম্ভব হবে।
এদিন ওই প্রতিনিধি দলে ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুস্তাফিজুর রহমান, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্রা, টেকনিকেল ডিরেক্টর কর্ণেল গিত্তে, ল্যান্ড পোর্ট অফ ত্রিপুরার ম্যানেজার দেবাশীষ নন্দী, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
এ-বিষয়ে আদিত্য মিশ্রা বলেন, মৈত্রী সেতু দিয়ে আগামী দুই মাসের মধ্যে যাত্রী চলাচল শুরু করার ক্ষেত্রে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখার জন্যই দুই দেশের যৌথ প্রতিনিধি দলের সফর। অস্থায়ী ইমিগ্রেশন সেন্টারে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে।