ধর্মীয় ভাবাবেদে রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজু উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ বিজু চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব৷ আদিকাল থেকেই এই উৎসবের প্রচলন চলে আসছে৷ প্রত্যেক বছর এই উৎসব পালন করা হয়ে থাকে৷ বিজু মূলত তিন দিন ফুল বিজু, মূলবিজু এবং গোচ্ছেপোচ্ছে বিজু৷ বৃহস্পিতিবার ছিল প্রথম দিন ফুল বিজু৷ সকল প্রাণীর মঙ্গলার্থে আজকের এই ফুল বিজু দিনে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত অন্যান্য জায়গার সাথে সাথে ধলাঝাড়ী মৈত্রী বুদ্ধবিহার কমিটির উদ্যোগেও সকালে একটি রেলি সংগঠিত করা হয়৷ শেষে সরমা নদীতে ফুল ভাসানো হয়৷ চাকমা সমাজের কৃষ্টি সংসৃকতিকে আরো আগামী দিনে এগিয়ে  নেওয়ার জন্য এবং প্রত্যেকের সাথে  মেলবন্ধন  এই ফুল ভাসানো একটা বিরাট মুহূর্ত বলা চলে৷ ফুল ভাসানো শেষে সবাই একত্রিত হয়ে ধলাঝাড়ী মৈত্রী বৌদ্ধ বিহারে এসে মিলিত হয়৷ তারপর বৌদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা শেষে পঞ্চশীল প্রার্থনা করা হয়৷ বিজু উৎসবকে কেন্দ্র করে এই ফুল বিজু দিনে ছোট বড় সবার মনে আনন্দের বাতাবরণ লক্ষ্য করা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *