আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : ভারত-বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে মজবুত করতে নিশ্চিন্তপুর রেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মঙ্গলবার নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে একথা দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
তাঁর দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের বাণিজ্যিক স্বার্থে সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে খুবই আগ্রহী। এটি একটি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। এই স্টেশন দিয়ে ভারত থেকে ট্রেন বাংলাদেশে প্রবেশ করবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন নয়াদিল্লি সফরে গিয়েছিলেন, তখন আমি তাঁর সাথে দেখা করেছিলাম এবং এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রচন্ড বিলম্বের বিষয়টি তুলে ধরেছিলাম। তিনি আমাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন এবং বাংলাদেশের পক্ষে উদ্ভূত জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই প্রকল্পে ডোনার মন্ত্রকের মোট খরচ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী বছর প্রকল্পটি উভয় দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হবে