ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। জয় দিয়ে শুরু করলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি (ডি সি এ)। ১০ উইকেট পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পায় দেবার্পিত ক্রিকেট আকাদেমি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টুটন সরকার (৩/২৪) এবং অর্জুন সূত্রধরের দুরন্ত বোলিংয়ের সামনে প্লেয়ার্স একাদশ মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পার্থ মজুমদার ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং অর্পন চাকমা ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে টুটন এবং অর্জুন ছাড়া গোপাল দাশগুপ্ত (২/৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাহুল সূত্রধর ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রানে এবং সুবিমন নাথ ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান।
2023-04-09