দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গিয়ে দলের একাংশের বিক্ষোভের মুখে মন্ত্রী শিউলি সাহা

কেশপুর, ৯ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত ভোটের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কেন্দল। একদিকে মন্ত্রী শিউলি সাহা যখন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় এলাকায় উন্নয়ন হয়নি অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিধায়ক বিরোধী গোষ্ঠীর। বিধায়ক অনুগামীদের সঙ্গে অবরোধকারীদের বচসা, হাতাহাতি। মন্ত্রীর নিশানায় বিরোধীরা।

রবিবার সকাল থেকেই কেশপুরের মুগবাসান এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ঘুরছিলেন মন্ত্রী শিউলি সাহা। মুগবাসান পঞ্চায়েত অফিসে যখন পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন মন্ত্রী ঠিক সেই সময় বিধায়ক বিরোধী গোষ্ঠীর নেতাকর্মীরা মুগবাসান বাজার এলাকায় অবরোধ করে। এলাকায় উন্নয়ন হয়নি আর এই কারণেই অবরোধ বলে দাবি বিধায়ক বিরোধী গোষ্ঠীর।
প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। একই সঙ্গে বিধায়ক অনুগামীদের সঙ্গে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়ায় অবরোধকারীরা।
ঘটনার পর মন্ত্রী শিউলি সাহার দাবি, বিজেপি-সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে দলেরই কয়েকজন নেতা।