নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, সভাপতি বিজয় রাঙ্খল, বিধায়ক বৃষকেতু দেববর্মার সাথে আলোচনা করেছেন৷ আসমের মুখ্যমন্ত্রীর বিশদ আলোচনা শুনে বৃহস্পতিবার বিধানসভায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিস্তারিত বলেন৷ বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন ত্রিপুরারকে প্রগতিশীল করতে এবং চির শান্তির জন্য প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে থাকতে পারে তার জন্য ভারত সরকার কি কি উদ্যোগ নিচ্ছে সেই বিষয়ে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জাতি জনজাতিদের মধ্যে যাতে কোন ধরনের বিভেদ এবং সংঘাত তৈরি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার একটি রোড ম্যাপ তৈরি করছে৷ পাশাপাশি ধৈর্য ধরার জন্য বলেছে৷ এদিকে, পবিত্র বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ অধিবেশন চলাকালীন সময়ে নীল ছবির ক্লিপিং দেখছিলেন৷ এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানায় তিপ্রা মথা দল৷বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলি উত্থাপন করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ তিনি আরো বলেন পবিত্র বিধানসভায় সভ্য জগতে মানুষের স্বার্থে কথা না বলে একজন বিধায়ক এভাবে নীল ছবির ক্লিপিংস দেখবেন তা অত্যন্ত নিন্দনীয় বিষয়৷ বিধানসভায় বসে নীল ছবি দেখা কাম্য নয়৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ একই সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করছে তারা৷ এই অবস্থায় তিপ্রা মথা দলের পক্ষ থেকে দাবি জানানো হয় যে চেয়ারে বসে বিধায়ক একান্ড ঘটিয়েছেন তা গঙ্গা জলে পরিশুদ্ধ করে আবার বিধানসভার ভেতরে নিয়ে যাওয়ার জন্য৷ অভিযুক্ত বিধায়ক যাদব লাল নাথ এর বিরুদ্ধে অবিলম্বে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে অধ্যক্ষকে৷
2023-03-30