নৈনিতাল, ২৮ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে প্রথম জি-২০ সম্মেলন। চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রায় ৭০ জন বিদেশি প্রতিনিধি এবারের গুরুত্বপূর্ণ সম্মেলনে একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সম্মেলনের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়ের মধ্যে আছে-অতিমারি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, রোগ নিয়ন্ত্রণ, বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উন্মেষে বিশ্বব্যাপী উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার।
বুধবার জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নৈনিতালের রামনগর। এদিন স্থানীয় মানুষজন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।