কাছাড় জেলার সোনাবাড়িঘাটে দু-কোটি টাকার মাদক সহ গ্রেফতার মহিলা সহ দুই

শিলচর (অসম), ২৭ মার্চ (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। গতকাল রবিবার ফের প্রায় দুই কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শিলচর সদর থানার ওসি অমৃত সিং অভিযানে নেমে সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে বাজেয়াপ্ত করেন বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য। মাদক পাচারের অভিযোগে মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মাহাতো জানান, ৩৩টি সাবানের বাক্সে ভরতি প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করার পাশাপাশি সহ কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার বাঁশকান্দি এলাকার রূপাইবালি গ্রামের একই পরিবারের শাহরুখ হুসেন লস্কর এবং চিনু বেগম লস্করকে আটক করা হয়েছে। ধৃত দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, গতকাল সদর থানার ওসি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামলে সোনাবাড়িঘাট বাইপাস এলাকার ভারত পেট্রোলিয়াম পাম্পের সামনে থেকে হাতেনাতে আটক করেন এই দুজনকে। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে, সাংবাদিক সম্মেলনে জানান কাছাড়ের পুলিশ সুপার।
নোমাল মাহাতো বলেন, নেশাদ্বর্য সহ অবৈধ সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান আরও তীব্র করা হয়েছে। মাদক সামগ্রী কারবার বা পাচারে জড়িত কোনও ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। এই কাণ্ডে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে, জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *