নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ বিশ্রামগঞ্জ ছেচড়িমাই সড়কে রবিবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক জনজাতি যুবক৷ আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপিতে রেফার৷ জানাযায় বিশ্বজিৎ দেববর্মা চরিলাম থেকে পুষ্কর বাড়ী নিজ বাড়ীর উদ্দেশ্যে দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুড়ীমাই সড়কে দুর্ঘটনার কবলে পড়ে৷ বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শিতা ঘটনাস্থলে ছুটে আসে৷ বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে জোয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বিশ্বজিৎ দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন৷ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন৷
2023-03-27