বালুরঘাট, ২৬ মার্চ (হি.স.): লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে চোরেদের হানা। দরজার তালা ভেঙে দেশি ও বিদেশি মদ নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর লাগোয়া বেলাইন এলাকায়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছোয় বালুরঘাট থানার পুলিশ।
ওই চোরেরা নেহাতই সুরাপ্রেমী নাকি তাদের চুরি করে নিয়ে যাওয়া মদগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য রয়েছে, তা জানতে এখন হিমশিম খাচ্ছে বালুরঘাট থানার পুলিশ। তবে শুধুমাত্র যে দেশি-বিদেশি মদই নিয়েছে তা নয়, দোকানের ইনভার্টার ও ব্যাটারিও খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি মালিকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

