উয়েফা ইউরোর বাছাইপর্বে রোনাল্ডোর জোড়া গোল ৪-০ তে জয়ী পর্তুগাল

লিসবন, ২৪ মার্চ (হি.স.) : নতুন কোচ রবার্টো মার্টিনেজের অধীনে দুর্দান্ত শুরু করলো পর্তুগাল। লিচেনস্টাইনকে ৪-০ গোলে ধরাশায়ী করে ইউরো ২০২৪ -এর বাছাইপর্বের অভিযান শুরু করেছে রোনাল্ডোর পর্তুগাল । দেশের জার্সিতে ফের গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। প্রথম গোলটি করছেন পেনাল্টি থেকে, আর দ্বিতীয় গোলটি দুর্দান্ত এক ফ্রি কিকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ১২০।

লিসবনে গতরাতে জোয়াও ক্যান্সেলোর গোলে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধে এই লীড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে নামে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে বার্নার্ডো সিলভা গোল করে পর্তুগালকে আরও এগিয়ে দেন। এরপর জোড়া গোল করেন রোনাল্ডো। ৫১ মিনিটে প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। এরপর ডি বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে বুলেট গতির শটে লিচেনস্টাইনের গোলকিপারকে পর্যুদস্ত করেন তিনি।

এদিন আন্তর্জাতিক ফুটবলে বড় এক নজির গড়লেন ক্রিশ্চিয়ানো। লিচেনস্টাইনের বিরুদ্ধে নামার সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। রোনাল্ডো পর্তুগালের হয়ে ১৯৭ ম্যাচ খেলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুয়েতের বাদের আল মুতাওয়াও ১৯৬ টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন মালয়েশিয়ার সো চিন আন। তিনি ১৯৫টি ম্যাচ খেলেছেন। স্পেনের হয়ে ১৮০টি ম্যাচ খেলা সের্জিও রামোস চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন ইতালির জিয়ানলুইজি বুফন। তিনি ১৭৬টি ম্যাচ খেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *