ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।দুদিনব্যাপী আন্তঃ স্কুল অনূর্ধ্ব-১৯ বালকদের ভলিবল প্রতিযোগিতা শুরু ২৫ মার্চ। উমাকান্ত আকাদেমি ভলিবল কোচিং সেন্টার মাঠে হবে আসর। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। আসরে অংশ নিতে ইচ্ছুক স্কুলগুলোকে ২৪ মার্চের মধ্যে ৩০০ টাকা এন্ট্রি ফি সহ নাম নথিভুক্ত করতে বলেছেন রাজ্য সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন। মূলত স্কুল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।
2023-03-21

