শতদল:- ১৩৩/৬(২৮)
ওপিসি:- ৮৭/৪(১৬.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।। ওল্ড প্লে সেন্টার কোয়ার্টার ফাইনালে পৌঁছলো। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভিজেডি ও অন্যান্য মেথডে হেরে বিদায় শতদল সংঘের। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত তপন মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট। সকালে বৃষ্টির জন্য ম্যাচ শুরুতে প্রায় সোয়া তিন ঘন্টা দেরি হওয়ায় ম্যাচের পরিধি কমিয়ে নেওয়া হয়। ২৮ ওভারের ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে শতদল সংঘ সীমিত ২৮ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রঞ্জিত দেববর্মার ৪৬ রান এবং সম্রাট সিনহার ৩৩ রান উল্লেখযোগ্য। রঞ্জিত ৫৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রান পায়। ওপিসি-র দুর্লভ রায় ৬ রানে দুটি এবং সুজিত চন্দ্র দাস, দীপেন বিশ্বাস ও সাহিল সুলতান প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নামলে ঠিক একইভাবে বৃষ্টির কারণে ওপিসি-র সামনে টার্গেট রাখা হয় ১৮ ওভারে ৮৭ রানের। সেক্ষেত্রে ১৬.২ ওভার খেলে ওপিসি চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে নবারুন চক্রবর্তী সর্বাধিক ২৪ রান পায়। অধিনায়ক রাহুল চন্দ্র সাহা ২২ রানে এবং সাহিল সুলতান ১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের দুর্লভ রায় প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, নক আউটের ক্রীড়া সূচি অনুযায়ী ২৩ মার্চ চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওপিসি খেলবে ফুলিঙ্গের বিরুদ্ধে।