নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): আদানি ইস্যুতে জেপিসি-র দাবিতে আরও একজোট ও ঐক্যবদ্ধ বিরোধীরা। আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে আরও রণং দেহি বিরোধীরা। মঙ্গলবার সকালে আদানি ইস্যুতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাংসদরা বিক্ষোভ দেখান।
পাশাপাশি আদানি ইস্যুতে জেপিসি-র দাবি জানিয়ে এদিন সকালেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টি ও ভারত রাষ্ট্র সমিতির সাংসদরা। আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানান সকলে। কংগ্রেসও একই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরও বিরোধী সাংসদরা আদানি ইস্যুতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাই লোকসভার অধিবেশন দুপুর দু”টো অবধি মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।