আজ বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

বেঙ্গালুরু (কর্নাটক), ১২ মার্চ (হি.স.) : আজ রবিবার কর্ণাটক সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একটি বিশাল রোড শোতে অংশ নেবেন। ১৬ হাজার কোটি প্রধানমন্ত্রী মোদী বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে এবং পুনর্গঠিত হোসাপেট স্টেশনেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের অপেক্ষায় কর্ণাটকের জনগণ।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, কর্ণাটকে প্রায় ১৬ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ১২ মার্চ কর্ণাটক সফরকালে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে এবং আইআইটি ধারওয়াদ দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
জাতীয় সড়ক ২৭৫-এর ১১৮ কিলোমিটার বেঙ্গালুরু-নিদাঘট্টা-মাইসুরু সেকশনের ছয় লেনের কাজটি করা হয়েছিল। ৮,৪৮০0 কোটি বেঙ্গালুরু এবং মাইসুরুর মধ্যে বহুল প্রতীক্ষিত এক্সপ্রেসওয়ে রবিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন তিনি। আজ একটি টুইট বার্তায়ও জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিউরপ্পা সহ অন্যান্য নেতারা।