নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ বিশালগড়ের নেহাল চন্দ্র নগরে কংগ্রেস এবং বামফ্রন্টের সংসদীয় প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনায় অবশেষে তিনজনকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে যেসব সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয় সেসব এলাকা পরিদর্শন করার লক্ষ্যে রাজ্যে আসেন ৮ সদস্য কংগ্রেস এবং বামফ্রন্টের সংসদীয় প্রতিনিধি দল৷ সংসদীয় প্রতিনিধি দল শুক্রবার বিশালগড়ের নেহাল চন্দ্র নগর বাজার পরিদর্শন করতে যায় এবং অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে প্রতিনিধি দলের ওপর হামলা সংঘটিত হয়৷৷ উল্লেখ্য
রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নির্বাচনী সন্ত্রাসে আক্রান্ত সিপিএম কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী- সমর্থকরা৷ এই সন্ত্রাসের জেরে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার রাজ্যে আসে বাম কংগ্রেসের সাংসদ দল৷ এই প্রতিনিধি দলে ছিলেন বাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাও৷ গননা পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিরোধী দলের ৮ সদস্যের প্রতিনিধি দল৷ গত ৮ মার্চ বিশালগড়ের নেহাল চন্দ্রনগর বাজারে ব্যবসায়ীদের দোকান ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দেয় দুষৃকতিকারীরা৷ শুক্রবার সন্ধ্যায় বাম এবং কংগ্রেসের সাংসদীয় টিম রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের ঘুরে দেখে৷ অনুরূপ ভাবে নেহাল চন্দ্রনগর বাজারে ছুটে যান বাম কংগ্রেস দলের সাংসদীয় টিম৷ সেখানে তাদের উপর একদল দুষৃকতিকারী হামলে পড়ে পুলিশের সামনে৷ এই ঘটনায় শনিবার ভোরবেলা বিশালগড় থানার পুলিশ ৩ দুষৃকতিকারীকে গ্রেপ্তার করে৷ তারা হল নকুল সূত্রধর , স্বপন দাস , নিতাই দাস৷ এদিন তাদের আদালতে সোপর্দ করা হয়৷
2023-03-11