ডা. মানিক সাহাই ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতে শপথ নেবেন ৮ মার্চ

আগরতলা, ৫ মার্চ (হি.স.) : ডা. মানিক সাহাই ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অৰ্ডিনেটর সম্বিত পাত্র এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য ডা. মানিক সাহা এবং তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন ৮ মার্চ। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য। জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিকে ত্ৰিপুরায় ক্ষমতাসীন বিজেপির অন্য এক সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অৰ্ডিনেটর সম্বিত পাত্র দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পৰ্কে কোনও তথ্য দিতে পারেনি সূত্র।

সূত্ৰটি জানিয়েছে, প্ৰথমে আজ সকাল দশটায় নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠক হওয়ার কথা ছিল। পরে সময় বদলে ঠিক হয় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে বৈঠক। কিন্তু অনিবার্য কারণে আজ নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠক বাতিল করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠক হওয়ার সম্ভাবনা, জানিয়েছে দলের সূত্র।

এদিকে মানিক সাহার দ্বিতীয় মেয়াদের সরকারে কোনও উপ-মুখ্যমন্ত্রীর পদ রাখা হয়েছে কিনা, যদি রাখা হয়, তা-হলে কে হবেন উপ-মুখ্যমন্ত্রী সে সম্পর্কে সূত্রটির দাবি, উপ-মুখ্যমন্ত্রীর পদ সৃষ্টি করার ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। তাই এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে আজ আগরতলায় বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার পর দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আগামী ৮ মার্চ বিজেপি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমন্ত্রিতদের অভ্যর্থনা এবং স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রতিমা ভৌমিক, সমস্ত বিজয়ী বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতা এবং জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *