নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্যসভার প্রার্থী নির্ণয়ে শনিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক হয়েছে৷ রবিবার রাজ্য কমিটির বৈঠক হবে৷ তাতে প্রার্থী পদে সীলমোহর পড়বে৷ রাজ্যসভার বর্তমান সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের উত্তরসূরী খোঁজার কাজ চলছে৷ মেলারমাঠ সূত্রে খবর, রাজ্যসভার প্রার্থী পদে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সিপিআইএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাতের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য বাদল চৌধুরীর নামও উঠে এসেছে৷ সূত্রের খবর, বাদলবাবু রাজ্যসভায় যেতে অনিহা প্রকাশ করেছেন৷ এদিকে, রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে বৃন্দা কারাতকে দলের অনেকেই অপছন্দ করছেন৷ তাদের দাবি রাজ্যের কোন প্রার্থী রাজ্যসভায় পাঠানো হোক৷ সেক্ষেত্রে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের পছন্দের তালিকায় রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷ রবিবার রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হবে৷ পাশাপাশি দলীয় নেতৃত্বদের মতামত জানতে চাইবে রাজ্য কমিটি৷ সূত্রের খবর রাজ্য কমিটির বৈঠক দুই দিনের হওয়ার কথা ছিল৷ কিন্তু, রবিবারই বৈঠক শেষ হয়ে যাবে বলে মেলারমাঠ সূত্রে জানা গিয়েছে৷ তাতে রবিবার বিকালেই রাজ্যের একটি মাত্র রাজ্যসভার আসনে সিপিআইএমের প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে৷
2016-03-06

