ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো কসমোপলিটন ক্লাব। গ্রুপ লিগের শেষ ম্যাচে বুধবার কসমোপলিটন ক্লাব পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে এদিন কসমোপলিটন ক্লাব ৩ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। বিজয়ী দলের নীহার রিয়াং ৬২ রান করে। আসরে দ্বিতীয় স্থান দখল করে জোলাইবাড়ি স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ১৫২ রান করে। এর মধ্যে ১০০ রান আসে পেনাল্টি থেকে। কসমোপলিটন ক্লাব দেরীতে মাঠে আসায়। দলের পক্ষে মনোজিৎ দেববর্মা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। কসমোপলিটন ক্লাবের পক্ষে অমন দেবনাথ (৩/১৪), জয় চক্রবর্তী (৩/২৩) এবং আরিপ মিঁয়া (২/৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নীহার রিয়াং ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, জয় চক্রবর্তী৫১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ এবং দলনায়ক অমন দেবনাথ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রবি কুমার নোয়াতিয়া (৩/২৮) এবং আনন্দ সাধন নোয়াতিয়া (২/৩৮) সফল বোলার।
2023-03-01