এমবিবি স্টেডিয়ামে অক্রিকেটীয় পরিস্থিতিতে আধঘন্টা খেলা বন্ধ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। গুরুত্বপূর্ণ ম্যাচে নাটক। তাতে খেলা বন্ধ প্রায় ৩৫ মিনিট। ঘটনাটি ঘটে এম বি বি স্টেডিয়ামে। ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ ম্যাচে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। ঘটনার সূত্রপাত দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। স্ফুলিঙ্গের ২৫১ রানের জবাব দিতে মাঠে নেমে একসময় ৮৮ রানে ১ উইকেট হারিয়ে বসেছিলো ইউনাটেড ফ্রেন্ডস। তখনই বল করতে আসেন জয়দীপ ভট্টাচার্য। প্রথম বলেই জয়দীপ তুলে নেন বিশালকে। আউট হতেই বিশাল দাবি করেন সে তৈরী ছিলো না বলটি খেলার। এনিয়ে শুরু হয় বাকবিতন্ডা। এরপর আম্পায়ার রাজীব কুমার দাস ম্যাচ রেফারি খোকন দে-‌র দ্বারস্থ হন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় বিশাল আউট নন। এতেই বেকে বসেন স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা। শেষে লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করে বিশালকে আউট দেন আম্পায়ার রাজীব কুমার দাস। শুরু হয় সস্তা নাটক। ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ না ছাড়ার হুমকিও দেন বিশাল। এতে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। শেষে ইউনাটেড ফ্রেন্ডসের অধিনায়ক রজত দে এবং ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষৈত্রী পরিস্থিতির সামাল দেন। এবং বিশালকে বুঝিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। প্রশ্ন দেখা দিয়েছে ক্রিকেট মাঠে ওই সস্তা নাটকের (!) দায়ী কে?‌ বিশাল যদি সত্যিই তৈরী না থাকেন তাহলে আম্পায়ার কেনও বল করার অনুমতি দিলেন। ওই ঘটনা নিয়ে ক্ষোভ ইউনাটেড ফ্রেন্ডস শিবিরে। ওই দলের ক্রিকেটারদের দাবি, বিশালকে যদি আউট না দিতো তাহলে অনায়াসেই ম্যাচটি জয় পেতে পারতো ইউনাটেড ফ্রেন্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *