পূর্ব জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে মৃত ৭; খতম আততায়ীও, ঘৃণ্য অপরাধ বলল আমেরিকা

জেরুজালেম, ২৮ জানুয়ারি (হি.স.): পূর্ব জেরুজালেমে একটি উপাসনালয়ের বাইরে বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে। এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ঘৃণ্য অপরাধ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) একটি গাড়ি ওই উপাসনালয়ের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকবাজ বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিল বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেমে উপাসনালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিকেশ (হত্যা) করা হয়েছে।”

উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েল এক সামরিক অভিযান চালায়। এতে বয়স্ক এক নারীসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হন। এর পরদিন পূর্ব জেরুজালেমে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।