মণিপুরের উখরুলে বোমা বিস্ফোরণ, ঘায়েল মহিলা সহ তিন

ইমফল, ২৫ জানুয়ারি (হি.স.) : মণিপুরের উখরুলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এ ঘটনায় ঘায়েল হয়েছেন এক মহিলা সহ তিন পথচারী।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ৭৪-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আজ বুধবার বিকাল ৫:০০টার দিকে উখরুল জেলা সদর শহরের কমিউনিটি সার্কলে (গান্ধী চক) ঘটনাটি সংঘটিত হয়েছে। বোমাটি বেশ শক্তিশালী ছিল বলে প্রথামিক ভাবে জানতে পেরেছে পুলিশ।

তবে ধারণা করা হচ্ছে, বোমাটি হ্যান্ড গ্র্যানেড ছিল। গ্রেনেড বিস্ফোরণে রাস্তা পারাপারের সময় এক মহিলা সহ তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য লেইশিফুং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল মঙ্গলবার আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং।