নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তার নির্বাচনে এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার জোরদার করে চলেছেন৷ তাতে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন৷ নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সময় সময় প্রচার সারছেন তিনি৷ ভোটারদের হাতে তুলে দিচ্ছেন রাজ্য সরকারের উন্নয়নের লিফলেট৷ রবিবার ৮ টাউনবড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৫২ ও ৫৩ নং ওয়ার্ডে প্রচার সারেন মুখ্যমন্ত্রী৷ প্রচারের ফাঁকে মুখ্যমন্ত্রী জানান প্রচারে ব্যাপক সারা মিলছে৷ মানুষ আস্থাশীল বিজেপি-র উপর৷ প্রধানমন্ত্রীর ভরসা রাখে রাজ্যের মানুষ৷ আগামী দিনে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভোটারেরা মুখীয়ে আছে৷
2023-01-22

