একযোগে যোগ ব্যায়াম ৪ লাখ যোগদান, গিনেস বুকে নাম তুলল কর্ণাটকের যোগাথন

ধারওয়াড় (কর্ণাটক), ১৬ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকে অনুষ্ঠিত যোগাথন-২০২৩ কর্মসূচি গিনেস বুক অফ রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. কেসি নারায়ণ গৌড়া জানিয়েছেন, রাজ্যজুড়ে ৪,০৫,২৫৫ জন একযোগে যোগব্যায়াম অংশগ্রহণ করেছেন৷ এটি একটি নতুন গিনেস রেকর্ড। গত আট মাস ধরে রাজ্য যুব পরিষেবা এবং ক্রীড়া বিভাগ যোগাসনের একটি বিশেষ পারফরম্যান্স সংগঠিত করার জন্য কঠোর পরিশ্রম করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ধারওয়াড়ে আয়োজিত ২৬তম জাতীয় যুব উত্সবের অংশ হিসেবে একটি যোগাথন আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এই অনুষ্ঠানটি রাজ্যজুড়ে সংগঠিত হয়। রাজ্যের প্রায় ১৪ লক্ষ অংশগ্রহণকারী যোগাথনে অংশ নিয়ছিলেন ।
প্রসঙ্গত, ধরওয়াড় কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে ৫৯০৪ জন, কর্ণাটক বিশ্ববিদ্যালয় মাঠে ৩৪০৫ জন, আরএন শেঠি জেলা স্টেডিয়ামে ৪৭৬৯ জন, বিদ্যাগিরি জেএসএস কলেজ গ্রাউন্ডে ৩৭৬৯ জন, হুবলি রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ডে ৬০৭৬ জন একযোগে যোগাসন করেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *