BRAKING NEWS

১৯ জানুয়ারি জম্মুতে প্রবেশ করছে ভারত জোড়ো যাত্রা, জয়রাম বললেন এটি গণ আন্দোলন

জলন্ধর, ১৬ জানুয়ারি (হি.স.): আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার জম্মুতে প্রবেশ করতে চলেছে কংগ্রেস ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস ভারত জোড়ো যাত্রাকে গণ আন্দোলন আখ্যা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ। সোমবার সকালে পঞ্জাবের জলন্ধরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়া যাত্রা আসলে একটি আন্দোলন, একটি গণ আন্দোলন। কিন্তু, তাঁরা বিরক্ত হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ২৩টি সমমনোভাবাপন্ন দলকে শ্রীনগরে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু, ওই দিন কতগুলি দল শ্রীনগরে আসবে তা নিয়ে সন্দেহ রয়েছে কংগ্রেসের। জয়রাম রমেশ বলেছেন, “আমরা ১৯ জানুয়ারি বিকেলে জম্মুতে প্রবেশ করব… পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২৩টি দলকে ৩০ জানুয়ারি শ্রীনগরে আসার আমন্ত্রণ জানিয়েছেন, আমি জানি না কতজন আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে আমরা আশা করছি সেদিন সবাই আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *