নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা৷ ঘটনা শুক্রবার রাতে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায়৷ ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা৷ আগাম সতর্কতা অবলম্বন না করে পরিকল্পনাহীন ভাবে চলা উন্নয়ন কর্ম কান্ডই এই ক্ষেত্রে বিপদ ডেকে আনে৷ এর জেরে রাজ্যের রাজধানীর আগরতলার পূর্বাংশ পুরোপুরি ধবংস হয়ে যেতে পারত৷ ঘটনা শুক্রবার রাতে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায়৷ আশঙ্কা ছিল পুরানো মোটরস্ট্যান্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার৷ এদিন আচমকায় পুরনো মোটরস্ট্যান্ডে গ্যাস পরিবাহী পাইপলাইন ফেটে যায়৷ এরপর বিকট শব্দ ও তীব্র গতিতে গ্যাস বের হতে শুরু করে৷ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর যায় দমকল কর্মীদের কাছে৷ একই সময় খবর পৌঁছয় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর কাছেও৷ সংস্থার আপৎকালীন বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷কর্মীরা পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য এর চারপাশে টিনের বেড়া দিয়ে রাখা এলাকায় প্রবেশ করে ফাটা গ্যাস লাইন সাড়াইয়ে হাত লাগায়৷ তবে এই কাজ করতে বেশ পেতে হয় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের কর্মীদের৷ প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়৷ এ নিয়ে গত পক্ষকালের মধ্যে আগরতলা শহরে দুইবার গ্যাসের পাইপ কেটেছে৷ এদিন বড়সড়ো বিপত্তির হাত থেকে রক্ষা পেল শহর আগরতলা৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের বুক চিরে প্রতিনিয়তই জলের পাইপলাইন, বিভিন্ন টেলিফোন কোম্পানির লাইন গ্যাস লাইন সহ নানা ধরনের লাইন পাতা হচ্ছে৷ পরপর এসব লাইন সংযোগের জন্য শহরের রাস্তার পাশের মাটি কেটে গর্ত করার ফলে প্রায়ই নানা অঘটন ঘটে চলেছে৷ এসব বিষয়ে প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে৷ বারবার যাতে রাজধানী আগরতলার শহরের বুক কেটে এভাবে অঘটনা ঘটানো হয় সে ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষের তরফ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে৷
2023-01-14

