নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ শুক্রবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে ধন্যবাদ র্যালি সংগঠিত করল ত্রিপুরা পাম্প অপারেটার সংঘ৷ র্যালিতে পাম্প অপারেটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের সরকারী কর্মচারী ও পেনসনার্সদের জন্য ১২ শতাংশ ডিএ ও ডিআর ঘোষণা করেছে৷ তার পাশাপাশি পাম্প অপারেটার সহ অন্যান্য অনিয়মিত কর্মীদের বেতন ভাতাও বৃদ্ধি করা হয়েছে৷ রাজ্যের পাম্প অপারেটারদের বেতন ভাতা বৃদ্ধি করায় শুক্রবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে ধন্যবাদ র্যালি সংগঠিত করল ত্রিপুরা পাম্প অপারেটার সংঘ৷ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই যাতলি৷ যারলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাম্প অপারেটার সংঘের উপদেষ্টা কমল দেব৷ এইদিনের যা লিতে পাম্প অপারেটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ যা লিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷
2023-01-13