করিমগঞ্জ (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা কারাগারের ১২২ জন বন্দি আজ মঙ্গলবার সকাল ৬-টা থেকে অনশনে বসেন। অভিযুক্ত বন্দিরা দীর্ঘদিন ধরে এনডিপিএস আইনে কারাগারে আটক থাকলেও আদালত থেকে জামিন পাননি। তাদের অনেকেই এক বছরের বেশি সময় ধরে জেলে বন্দি। কিন্তু আদালত তাদের জামিন দেয়নি। যার দরুন বাধ্য হয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তাদের অভিযোগ, অনেককে পুলিশ মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি করে রেখেছে। তারিখে তারিখে আদালতে হাজির হওয়ার পর জামিন দেওয়ার জন্য আদালত ও সরকারের কাছে লিখিত আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অনশনে বসে অনেকে জানান, তারা গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি, জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছেও আবেদন করেছেন। কিন্তু আজ অবধি অনেকের জামিন মঞ্জুর হচ্ছে না। তাই আজ মঙ্গলবার তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।
রাজ্যের অন্যান্য জেলার জেলে এনডিপিএস আইনের অধীনে বন্দি আসামিদের জামিন মঞ্জুর হচ্ছে। অথচ করিমগঞ্জ জেলার ক্ষেত্রে কেন বৈষম্য, প্ৰশ্ন তুলেছেন হাজতিরা।