রাইজিং ফুটবলার নাইসা সেরা গোলরক্ষক বুদ্ধ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। সমাপ্তি ঘটলো শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগের। আসর শুরু হবার পূর্বেই টি এফ এ থেকে ঘোষণা দেয়া হয়েছিলো এবার চ্যাম্পিয়ন ,রানার্স ছাড়া ও বেশ কয়েকটি বিভাগে পুরস্কার দেয়া হবে। যথারীতি মঙ্গলবার শেষ হলো চন্দ্র মেমোরিয়াল লীগের অন্তিম ম্যাচ। এই ম্যাচটায় মুখোমুখি হলো এগিয়ে চলো সংঘ বনাম জুয়েলস অ্যাসোসিয়েশন। তাতে এগিয়ে চলো সংঘ নয় গোলে জয় পেলেও জুয়েলসের অভিযোগের ভিত্তিতে ফলাফল ঘোষনা হলো না। ওই অভিযোগ নিয়ে এখন বিচার্য বিষয় টি এফ এর লীগ কমিটির। তাই চাম্পিয়ন ও রানার্সের পুরস্কার আপাতত স্থগিত রইলো এদিন উমাকান্ত ময়দানে। তবে বাকি পুরস্কার গুলো অতিথিরা তুলে দিলেন বিজয়ীদের হাতে। আসরে উদীয়মান ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন এগিয়ে চলো সঙ্ঘের নাইসা জমাতিয়া। সেরা গোল রক্ষক এগিয়ে চলো সঙ্ঘের বুদ্ধ দেববর্মা। টুর্নামেন্টের সেরা ফুটবলার হলেন এগিয়ে চলো সঙ্ঘের বিদেশি ফুটবলার মুস্তাফা। তিনজনই এবছর খেললেন এগিয়ে চলো সংঘের হয়ে। সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পেলেন ফরোয়ার্ড ক্লাবের বিদেশি চিজুবা ক্রিস্টোফার। একই সঙ্গে পাঁচজন রেফারিকে ও আর্থিক পুরস্কার দেয়া হলো আয়োজকদের তরফে। রেফারিরা হলেন তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, বিপ্লব সিনহা এবং অসীম বৈদ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা, টি এফ এর পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সহসভাপতি রূপক সাহা, সচিব অমিত চৌধুরি সহ ইস্টবেঙ্গল ক্লাবের চারজন প্রাক্তন ফুটবলার সহ টি এফ এর কর্ম কর্তারা। একে একে অতিথিরা বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার গুলো তুলে দিলেন। তবে পুরস্কার বিতরণীর যে উন্মাদনা তা লক্ষ্য করা যায়নি ফুটবলারদের মধ্যে। পরে ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরি বলেন, বর্তমান রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য হলো নেশামুক্ত ত্রিপুরা গড়ার। আর নেশামুক্ত ত্রিপুরা গড়তে গেলে খেলার মাঠ বড় ভূমিকা নিতে পারবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার রাজ্যে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দিকে নজর দিয়েছে। আগামীদিনে রাজ্যে বিভিন্ন আমন্ত্রণমূলক ফুটবল আসর করারও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *