এক লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করেননি অসমের মুখ্যমন্ত্রী : এনএসইউআই পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। অসমে ১ লক্ষ বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তাই, ত্রিপুরার বেকারদের প্রলোভনে পা না দেওয়ার জন্য সাবধান করেছেন এনএসইউআই পর্যবেক্ষক নীহার সাইকিয়া। আজ সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে বসেই ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নিয়ে সুর চড়িয়েছেন এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায়।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নিবার্চনকে সামনে রেখে সর্বভারতীয় এনএসইউআই সভাপতির নেতৃত্বে পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এসেছেন নীহার সাইকিয়া। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ এনএসইউআই-র সভাপতি সম্রাট রায় বলেন, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশুনা লাটে উঠেছে। কলেজগুলিতে চলছে সন্ত্রাস। মহাবিদ্যালয়ে চলছে চাঁদার জুলুমবাজী। তাই ছাত্র ও যুবকরা আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে না।

এদিন নীহার সাইকিয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদ্গার করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অসমের বেকারদের আশ্বাস দিয়েছিল ১ লক্ষ চাকরি দেবেন। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরন করেননি। তাই ত্রিপুরার ছাত্রছাত্রীরা সতর্ক হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *