বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ক্ষোভে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা

তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।। বন্য দাতাল হাতির তান্ডব অব্যাহত তেলিয়ামুড়ায়!তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমাঘাট মানিক দেবনাথ পাড়া এলাকায় মানুষ আতঙ্কে রয়েছেন। চলতি মাসের ৬ তারিখ মানিক দেবনাথ পাড়া এলাকায় বন্য দাতাল হাতি প্রবেশ করে তান্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর এবং কৃষকদের সঞ্চয় করে রাখা ধান লন্ডভন্ড করে নষ্ট করে দেয়। আবারো একই ঘটনা ঘটল।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ মানিক এলাকায় বন্য দাতাল হাতি প্রবেশ করে তান্ডব চালাতে থাকে এবং এলাকার মানুষজনদের প্রানে মারার চেষ্টা করে বন্য হাতির দল। সেই সময় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয় বনদপ্তরের সঙ্গে। যোগাযোগ করার পরেও হাতির তান্ডব চলাকালীন সময় বনকর্মীদের  দেখা পাওয়া যায়নি মানিক দেবনাথপাড়া এলাকায়। রাত প্রায় দশটা নাগাদ বন কর্মীরা এলাকায় আসে। কিন্তু গভীর রাত প্রায় ৩টা নাগাদ আবারও বন্য হাতি এলাকায় প্রবেশ করে তান্ডব চালাতে শুরু করে। বন্য দাতাল হাতি এলাকায় ঘুরে ঘুরে তান্ডব চালাতে শুরু করে এবং এলাকার বেশ কয়েক বাড়িঘর ভেঙে ধান সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না কোন রকমের সাহায্য সহযোগিতা। যদি আগামী দিনও এরকমটা চলতে থাকে তাহলে এলাকাবাসীরা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *