আগরতলা, ১০ জানুয়ারি।। নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়োদোয়ালী এলাকায় দ্বিতীয় দিনে ডোর টু ডোর প্রচারে বের হন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫০ টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়োদোয়ালী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আগরতলা পুর নিগমের ২৩ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান।
তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রয়েছে মানুষের। দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিভিন্ন দিশায় কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। তাতে মানুষ খুশী। তাই মানুষের জন্য কাজ করার স্বার্থে আগামী দিনে আরো বেশী সংখ্যায় ভোট নিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতাসীন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ৬০ টি বিধানসভার মধ্যে ৫০ টি আসন বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।