নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার দিল্লি ক্যান্টনমেন্টের ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ৭৪-তম এনসিসি প্রজাতন্ত্র দিবস শিবির ২০২৩-এর উদ্বোধন করেছেন । ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও ১৯টি প্রতিবেশী দেশের ক্যাডেটরা এতে যোগ দিচ্ছেন । ৭০০ মেয়ে সহ ২ হাজার ১৫০ জন ক্যাডেট এই শিবিরে অংশ নিচ্ছে ।
উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, ভারত হল ঐক্য ও সংহতির দেশ । নিয়ম শৃঙ্খলা মেনে জীবন গড়ার ক্ষেত্রে এনসিসি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে । তিনি আরও বলেন, যুব সমাজের প্রকৃত মূল্যবোধ তৈরির ক্ষেত্রেও এনসিসি-র ভূমিকা উল্লেখযোগ্য । উপরাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে ভারত এখন বিনিয়োগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ।

