পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

বারুইপুর, ৪ জানুয়ারি (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার গোরেরহাট এলাকায়। মৃতার নাম গৌরী হালদার(৫৫)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই গৃহবধূ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাইকে করে জয়নগরের দিকে আসছিলেন। সাথে তার মেয়ে ও এক নিকট আত্মীয় ছিলেন। সেই সময়ই অতর্কিতে একটি ট্রাক তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইকে থাকা তিন আরোহী। আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই গৌরী দেবীর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *