বুধবার রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের দল

কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের দল। ১২ থেকে ১৫ জনের এই দল খতিয়ে দেখবে রাজ্যের দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কমিশন এই দলকে বুধবার রাজ্যে পাঠাচ্ছে।

সূত্রের খবর, রাজ্যের আবাস-দুর্নীতি এখন একটা অন্য মাত্রা পেয়েছে। যতই দিন যাচ্ছে বিভিন্ন জেলা থেকে অনিয়মের তথ্য আসছে। শাসক দলের মধ্যেই অশান্তি শুরু হয়েছে। দলীয় নেতৃত্ব অনেক সময়ই এর রাশ ধরে রাখতে পারছে না। স্থানীয় পর্যায়ে তৈরি হচ্ছে আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি। রাজ্য বিজেপি-র তরফে এসব জানানো হয়েছে কেন্দ্রকে। মূলত সেই পরিস্থিতির হাল স্বচক্ষে দেখতেই কেন্দ্র পাঠাচ্ছে প্রতিনিধিদের।