ঝাড়গ্রামে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

ঝাড়্গ্রাম, ৩০ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে একের পর এক মোবাইল উদ্ধার করছে।

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মেবাইল খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জেলা এবং পার্শবর্তী রাজ্য থেকেও মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিচ্ছে প্রকৃত মালিকের কাছে। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকার ১৭৬ টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেন জেলা পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল গুলি তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মোবাইল মালিকদের হাতে। যারা এদিন বিভিন্ন কারনে আসতে পারনে নি তারা জেলার এসওজি সেলে থেকে নিয়ে যেতে পারেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই উদ্ধার হওয়া মোবাইল গুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ৮৩৫ টাকা। উল্লেখ্য ২০১৯ থেকে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল উদ্ধার করার পক্রিয়া শুরু হয়। ওই বছর পাঁচশোর বেশি মোবাইল উদ্ধার করেছিল। ২০২০ সালে প্রায় সাড়ে চারশো মোবাইল উদ্ধার করেছিল পুলিশ। ২০২১ সালে ২৭৭ টি মোবাই উদ্ধার করেন পুলিশ। পরে চলতি বছরের এপ্রিল মাসে ১৫৬ টি এবং আগষ্ট মাসে ১৭৫ টি মোবাইল উদ্ধার করেন মালিকদের হাতে তুলে দেন ঝাড়্গ্রাম জেলা পুলিশ। গত কয়েক বছর ধরে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ উল্লেখযোগ্য সাফল্যের সাথে কাজ করে মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে তাদের মোবাইল ফোন। আর পুলিশের এই উদ্যোগে খুশি মানুষ।

এই বিষয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার কল্যান সরকার বলেন ” চলতি বছরে ৫০৭ টি মোবাইল উদ্ধার হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে বিভিন্ন জায়গা থেকে মোবাইল গুলি উদ্ধার করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *