উইমেন্স টি-‌২০:‌ শিউলির ব্যাটিংয়ে জয় অব্যাহত নর্থ রাইডার্সের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।দুরন্ত শিউলি চক্রবর্তী। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য ওই ক্রিকেটারের হাত ধরেই জয়ের ধারা অব্যহত রাখলো ইউনাটেড নর্থ রাইডার্স। শিউলির পাশাপাশি শুক্রবার ইউনাটেড নর্থ রাইডার্সের জয়ের নায়িরা নিসন্দেহে  সেবিকা দাস। শেষ ২ বলে জয়ের জন্য ইউনাটেড নর্থ রাইডার্সের দরকার ছিলো ৮ রান। সেবিকা দুই বলে ১০ রান করে আসরে দলকে পঞ্চম জয় এনে দেন। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। শুক্রবার রোমহর্ষক ম্যাচে ইউনাটেড নর্থ রাইডার্স ৪ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে রূম্পা সিনহা ৫৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২, মৌচাতি দেবনাথ ১৬ বল খেলে  ১২ এবং অন্তরা দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে সেবিকা দাস, নিবেদিতা দাস, পূজা দাস এবং প্রীয়া সূত্রধর ১ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নেয় ইউনাটেড নর্থ রাইডার্স। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ৫২ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ (‌অপ:‌),পূজা পাল ‌১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং সেবিকা দাস ২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ (‌অপ:‌) রান করেন। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে মামন রবি দাস (‌২/‌৯) এবং রূম্পা সিনহা (‌২/‌২৬) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শিউলি চক্রবর্তী।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *