আইজল, ৩০ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের চামফাই জেলায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে গভীর খাদে একটি যাত্রীবাহী ক্যাব পড়ে সংঘটিত দুর্ঘটনায় এক মহিলা সহ মৃত্যু হয়েছে পাঁচজনের। দুর্ঘটনাটি আজ শুক্রবার সকালের দিকে সংঘটিত হয়েছে।
বছরের শেষ দিন সংঘটিত দুর্ঘটনায় শোকে মর্মাহত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম। আজ (৩০ ডিসেম্বর) সকালে আইজল থেকে জোখাওথারগামী ম্যাক্সি ক্যাব সার্ভিসের যাত্রীবাহী একটি টাটা সুমোয় মোট আটজন আরোহী ছিলেন। কিন্তু চাম্পাই জেলার চুংতে এলাকায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে খাদে পড়ে গেলে একজন মহিলা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে মৃতদের পাকজাং গ্রামের বাসিন্দা জনৈক শিশুপুত্রের মা পার্থাই মুংসিয়ানডাংগা (৩৭), সিয়ালতুই গ্রামের গিন্সিয়ানখুপা (৩২), চিচাই গ্রামের বাসিন্দা তিয়ালিয়ানচুয়া (37) এবং জোখাওথার গ্রামের লালুংঘনেমা (৩৬)।পাঁচজন ছাড়াও এক শিশুসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় এক শিশুসন্তান সহ আরও তিনজন গুরুভাবে আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহত তিন ব্যক্তিকে চাম্পাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী শহরে রেফার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খহর পেয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী টিজে লালনুন্টলুয়াঙ্গা চাম্পাই জেলা হাসপাতালে মৃত ও আহত রোগীদের দেখতে গিয়েছেন।