লখনউ, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য সমাজবাদী পার্টি (সপা)-কে আমন্ত্রণ জানায়নি কংগ্রেস। দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, বিজেপি ও কংগ্রেস উভয়েই সমান। আমাদের দলের মতাদর্শ ভিন্ন।
রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল, সমাজবাদী পার্টিকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে আহ্বান জানিয়েছে কংগ্রেস। এটাও শোনা যাচ্ছিল যে, সমাজবাদী পার্টি নাকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, আমরা এমন কোনও আমন্ত্রণপত্র পাইনি। তাছাড়া আমাদের দলের মতাদর্শ ভিন্ন।

