তেলিয়ামুড়া হাসপাতালে দুই নিরাপত্তা রক্ষীর মধ্যে মারামারি, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে গুরুতর আহত অপর আরেক নিরাপত্তারক্ষী৷ ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে৷  ডিউটি সংক্রান্ত কোন এক বিষয় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত দুই বেসরকারি নিরাপত্তা রক্ষীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়৷ এতে কনিষ্ক জমাতিয়া নামের এক বেসরকারি নিরাপত্তা রক্ষীর মারে গুরুতর আহত হয় অপর আরেক নিরাপত্তারক্ষী সুজিত বিশ্বাস৷  হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাটি সামাল দেয় এবং সুজিতকে হাসপাতালে ভর্তি করে৷ ঘটনার খবর পাঠানো হয় সুজিতের বাড়িতে এবং এস আই  নামক বেসরকারি নিরাপত্তা কোম্পানির তেলিয়ামুড়া সিকিউরিটি ইনচার্জ সুমন পালকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুজিতের পরিবারের লোকজন সহ সিকিউরিটি ইনচার্জ সুমন পাল৷  পরিবার থেকে জানা গেছে, তারা কনিষ্ক জমাতিয়া নামের ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *