দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের শূন্য সহনশীলতা নীতি রয়েছে, কোনও দুর্নীতিবাজ রেহাই পাবে না : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। এবার সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভডরার আর্জি রাজস্থান হাইকোর্ট খারিজ করে দেওয়ায় কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন গৌরব ভাটিয়া। তিনি হুঁশিয়ারি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের শূন্য সহনশীলতা নীতি রয়েছে, কোনও দুর্নীতিবাজ রেহাই পাবে না।

বিকানেরে সন্দেহজনক জমির লেনদেনে অর্থ পাচারের মামলা বাতিল করার জন্য রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা স্বামী রবার্ট, সেই আর্জি খারিজ করে দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এরই প্রেক্ষিতে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সমালোচনা করে গৌরব ভাটিয়া বলেছেন, দুর্নীতিগ্রস্ত গান্ধী পরিবার মনে করে আইন তাঁদের কাছে পৌঁছাবে না। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সততা ও তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পাবে না কোনও দুর্নীতিবাজ।