২০২৩ বিধানসভা নির্বাচন : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় তেইশের বিধানসভা ভোটের দামামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজিয়ে গিয়েছেন। এবার রথ যাত্রার সূচনা এবং সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ৫ ও ১২ জানুয়ারি তাঁদের ত্রিপুরা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য, বিজেপি প্রদেশ কমিটির তরফে এবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। কিন্তু, সেই লক্ষ্যে তাঁরা প্রস্তুতি শুরু করেছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির তরফ থেকে এক রথযাত্রার আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই এই রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি তিন জনের কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে এবং সহযোগী হিসেবে থাকবেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায় ও অমিত রক্ষিত।

বিজেপি ত্রিপুরা প্রদেশের তরফে জানানো হয়েছে, একটি রথযাত্রা উত্তর ত্রিপুরা থেকে যাত্রা শুরু করবে এবং অপর রথযাত্রাটি দক্ষিন ত্রিপুরা থেকে শুরু হবে। দক্ষিন ত্রিপুরা থেকে রথযাত্রার দায়িত্বে রয়েছেন টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, বিভীষণ দাস এবং তাপস মজুমদার। এদিকে, উত্তর ত্রিপুরা থেকে রথযাত্রার দায়িত্বে রয়েছেন অমিত রক্ষিত, তাপস ভট্টাচার্য, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং যাদবলাল নাথ।বিজেপি সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী উত্তর ত্রিপুরা জেলায় সমাবেশে অংশ নেবেন। সম্ভবত, রথযাত্রার সূচনাকে কেন্দ্র করেই ওই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এদিকে, আগামী ১২ জানুয়ারি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরায় আসছেন। বিজেপি সূত্রের খবর, রথ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তিনি থাকবেন এবং নির্বাচনকে ঘিরে দলীয় কর্মীদের উজ্জীবিত করবেন। সূত্রের দাবি, জানুয়ারির প্রথম সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরায় আসবেন, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে।