নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ক্রিসমাসের একদিন আগে শনিবার সেক্রেড হার্ট ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বড়দিনে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকলের কারণে গির্জাগামীদের অসুবিধা এড়াতে তিনি একদিন আগেই গির্জায় এসেছিলেন।
গির্জার পুরোহিত রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি গির্জায় মোমবাতি জ্বালিয়ে মানবতার অগ্রগতি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন। এ সময় গির্জায় উপস্থিত শিশুরা ক্রিসমাস ক্যারল গেয়েছিল। তিনি উদযাপনে অংশ নেন এবং শিশুদের সাথে সময় কাটান। রাষ্ট্রপতি শিশুদের উপহার দেন এবং তাদের সাথে ছবিও তোলেন।