নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ ঘর ঘর বিজেপি এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথে জনসম্পর্ক অভিযান সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা৷ বাড়ি বাড়ি গিয়ে বিধায়িকা কল্যাণী রায় সহ বিজেপি কর্মী সমর্থকরা সাধারন মানুষের সাথে কথা বলেন৷ বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কি কি কাজ করা হয়েছে সেই বিষয়ে মানুষকে অবগত করা হয়৷ বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়েও সাধারন মানুষকে অবগত করা হয়৷ জন সম্পর্ক অভিযানে বেরিয়ে বিধায়িকা কল্যাণী রায় জানান জন সম্পর্ক অভিযানে মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে৷ তিনি আরও জানান সাধারন মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সঠিক ভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে অবগত হয়েছেন এইদিন৷ এইদিনের জন সম্পর্ক অভিযানে বিধায়িকা কল্যাণী রায়ের সাথে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷
2022-12-24