তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং  শিলান্যাশ অব্যাহত রয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা এই শিলান্যাস কর্মসূচিতে অংশ নিচ্ছেন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিনএক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা৷বুধবার দুপুরে চাকমাঘাট ব্রিজ সংলগ্ণ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকমা ঘাট গ্রামীণ বাজার তথা লক্ষিরাম হাট এর নবনির্মিত ভবন এর শুভ  উদ্বোধন করেন৷ এছাড়া, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর পাকা বাড়ি ,কৃষ্ণপুর কৃষক জ্ঞানার্জন কেন্দ্র,  কাঁকড়া ছড়া থেকে বিলাইহাম পর্যন্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করেন৷ প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর একে একে অতিথিরা ভাষণ তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও ঐ দিন উপস্থিত ছিলেন   বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা সহ বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে নানা বিতর্ক প্রকল্প কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছে মানুষের স্বার্থে৷ কৃষি থেকে শিক্ষা গ্রামীন উন্নয়ন সর্বক্ষেত্রেই মানুষের সরকার মানুষের পাশে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ও রাজ্যের আপামর জনগণ এই সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন রাজ্যের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা বিগত কোন সরকারের আমলেই সম্ভব হয়নি৷ উন্নয়নের নিরিখেই রাজ্যের জনগণ পুনরায় বিজেপি দলকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷৷ এদিন অনুষ্ঠানগুলিতে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম ছিল লক্ষণীয়৷ অনুষ্ঠানের লোকজনের সমাগম ছিল চোখে পড়ার মতো৷